বন্দেভারতে পাথর ছোঁড়া কাণ্ডে মালদার সাংসদ ও বিজেপির ভূমিকা দেখা দরকার : জয় প্রকাশ মজুমদার

কেশপুর: ২০০১ সালে ৩রা জানুয়ারি তৎকালীন বিরোধী নেত্রী বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশপুর হাই স্কুল মাঠে সভা করতে এসেছিল। সেই সভায় জযোগ দিতে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় এর উপরে চরম আঘাত করেছিল

    সিপিএমের হার্মাদ বাহিনী , তার প্রতিবাদে আজ কেশপুর ব্লক এর ১১ নং অঞ্চল ছুতারগেড়্যা কাঁটাগেড়্যা ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জয় প্রকাশ মজুমদার, মন্ত্রী শিউলি সাহা,পশ্চিম মেদিনীপুর জেলা কো অর্ডিনেটর অজিত মাইতি, ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আসিস হুদাইত, ব্লক সভাপতি প্ৰদ্যুত পাঞ্জা,তৃণমূল নেতা মহম্মদ রফিক সহ অন্যান্যরা।


    জয়প্রকাশ মজুমদার সাংবাদিকদের সামনে বলেন-” ট্রেনের ওপর পাথর ছোঁড়া সারা দেশ জুড়ে বিভিন্ন সময় হয়েছে। কালকে বন্দেভারতে হয়েছে মালদাতে। বিষয়টা দেখার দরকার রয়েছে মালদার বিজেপি সাংসদদের কোন ষড়যন্ত্র রয়েছে কিনা। কারণ বাংলায় বিজেপি আর সিপিআইএম যোগসাজোশ করে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। কালকের সাথে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা দেখার দরকার আছে।ওরা বিভিন্ন জায়গাতে বোমাকে বলের আকারে করে বিদ্যালয় খেলার মাঠে রেখে দিচ্ছে রাতে। আগে যেসব দেখা যেত না। পরদিন কোনো শিশু সেটাতে আক্রান্ত হলেই ওরা হাত তুলে নাচছে। রাজ্যের মা ভাই বোনেদের সতর্ক হওয়ার অনুরোধ করছি। কারণ এ ধরনের ষড়যন্ত্রে পরিকল্পনা ও টাকা বিজেপির, বোমা সরবরাহ করে হার্মাদ সিপিআইএম। এই দুইয়ের যোগ বাংলার জন্য খুব খারাপ।” মঙ্গলবার বিকেলের এই সভাতে বিজেপি ও সিপিআইএম থেকে প্রায় ৩০০ জন তৃণমূল কংগ্রেসে যোগ দেয় বলে দাবি তৃণমূলের। তাদের হাতে পতাকা তুলে দেন উপস্থিত তৃণমূলের নেতৃত্বরা।