করোনা পরিস্থিতিতে দুঃস্থদের জন্য মা কিচেন উদ্বোধনের উদ্যোগ নিল মালদা পৌরসভা।

পুরাতন মালদা,৯ জুন : করোনা পরিস্থিতিতে দুঃস্থদের জন্য মা কিচেন উদ্বোধনের উদ্যোগ নিল মালদা পৌরসভা। বুধবার দুপুর ১২ টা নাগাদ পুরাতন মালদার চৌরঙ্গী মোড়ে উদ্বোধন করা হয় মা কিচেনের। দুস্থদের খাবার পরিবেশন করে মা কিচেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ,এছাড়া মা কিচেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম ঘোষ, পৌর প্রশাসক মন্ডলীর সদস্য বৈশিষ্ট্য ত্রিবেদী মহাশয় এবং মঙ্গলবাড়ী পুলিশ ফাঁড়ির ওসি হারাধন দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় মাত্র ৫ টাকায় মা কিচেনে পাওয়া যাবে ভাত,ডাল,সবজি এবং ডিম। প্রতিদিন দুপুর ১২-২ টা পর্যন্ত খোলা থাকবে মা কিচেন। করোনা পরিস্থিতিতে মালদা জেলাতেও চলছে বিধিনিষেধ।এই পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে মা কিচেন শুরু হওয়ায় বহু মানুষ উপকৃত হবে বলে মনে করেন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ। তিনি বলেন, যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছেনা ততদিন দুঃস্থ মানুষদের জন্য চলবে এই মা কিচেন।