|
---|
নতুুন গতি,মালদা: মালদা জেলার কলিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর এলাকায় গঙ্গা ভাঙ্গন কোনো নতুন ঘটনা না। দীর্ঘ কয়েক বছর ধরে নদী তীরবর্তী এলাকার অসংখ্য পরিবারের কাছে গঙ্গা ভাঙ্গন একটি বিভীষিকা। এবছর গঙ্গা গর্ভে তলিয়েগেছে প্রায় কয়েকশ বাড়ি। অসহায় দরিদ্র মানুষেরা ভিটে মাটি হারিয়েছে সংসারের প্রয়োজনে ব্যাবহৃত প্রায় সব জিনিস।খালি হাত আর শূন্য বুক নিয়ে আশ্রয় নিয়েছে কোনো স্কুল ঘরে অথবা ত্রানে পাওয়া ত্রিপলের নিচে । সহায় সম্বলহীন মানুষে কাছে এখন দু বেলা খাওয়ার জোগাড় করা এখন একটা অলীক স্বপ্ন। ভাঙ্গন বিদ্ধস্ত পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। এমনই পরিস্থিতিতে একটি মানবিক সংগঠনের নাম পিস পালস। চার দিন ধরে প্রায় চারশত পরিবারের দুপুরের খাওয়ার ব্যবস্থা তারা করেছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে খাওয়ার পাশাপাশি পরিবারগুলোর মধ্যে বিলি করেন মাস্ক। পিস পালসের এই প্রয়াস বিপর্যস্ত মানুষদের মুখে ফুটিয়েছে হাসি।লক ডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রান দেওয়া থেকে শুরু করে পথে পরিযায়ী শ্রমিকদের খাওয়ার প্রদান – একাধিক মানবিক কাজ পিস পালস করে আসছে অসংখ্য শুভানুধ্যায়ীর দানকে সম্বল করে। আগামীতে পিস পালসের যাত্রাকে আরও গতি দিতে সংস্থার পাশে দাঁড়াতে সকলকে অনুরোধ করলেন সংস্থার অন্যতম মুখ আনন্দ মন্ডল।