|
---|
মালদাঃ-ফের সাফল্য মালদহের চাঁচল পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে দুটি চোরাই বাইক উদ্ধার করলো মালদহের চাঁচল থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে,শুক্রবার সাতসকালে চাঁচল থানার একটি বেসরকারি কলেজের সামনে দুটি বাইক সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই ব্যক্তির নাম সাবেদুল আলি(২৮)রহমতপুরের বাসিন্দা।পুলিশ জানাই,বাইকের নম্বর প্লেট ঠিক নেই।এই বাইক চোরাই কারবারে আরোও কেউ জড়িত রয়েছে কিনা?তাই জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
উল্লেখ্য,প্রায় একবছর পূর্বে প্রায় ১৬ টি চোরাই বাইক উদ্ধার করেছিল চাঁচল থানার পুলিশ।ফের এদিনের বাইক উদ্ধারের বড়সড় সাফল্য পেল চাঁচল থানার পুলিশ।