করোনা’ পরীক্ষাকেন্দ্র এবারে চালু মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে

‘করোনা’ পরীক্ষাকেন্দ্র এবারে চালু মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে

    সানাজ, নতুন গতি মালদা: আজ থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হচ্ছে করোনা পরীক্ষাকেন্দ্র। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পর দ্বিতীয় কেন্দ্র হিসাবে মালদা মেডিকেলে চালু হচ্ছে করোনা পরীক্ষাকেন্দ্র। মালদা জেলা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার করোনা সন্দেহজনকদের লালারসের নমুনা পরীক্ষা হবে এই মেডিকেলে।
    মালদা মেডিকেল সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে প্রথম পর্যায়ে ১০০টি কিট পাঠানো হয়েছে। করোনা পরীক্ষার সরঞ্জাম আগে থেকেই প্রস্তুত ছিল। মালদা মেডিকেলের প্রশাসনিক ভবনের আট তলায় করোনা পরীক্ষার ল্যাব তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত মালদা মেডিকেলের সন্দেহজনক রোগীদের লালারসের নমুনা কলকাতায় পাঠানো হত। যদিও সমস্ত রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে কলকাতায় টেস্ট করার বিষয়টি ব্যয়বহুল ও অনেক সময় সাপেক্ষ ছিল। মালদা মেডিকেলে টেস্ট করাতে খরচ যেমন কমবে, তেমনি সময়ও বাঁচবে।
    মেডিকেল সূত্রে আরও জানা যায়, একদিনেই করোনা পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করা যাবে। এতে আরো বেশি পরিমাণে রোগীর পরীক্ষা করা যাবে। তবে যে সমস্ত রোগীর জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট ও সর্দি রয়েছে কেবলমাত্র তাদেরই এই পরীক্ষা করা হবে। যদি চিকিৎসক তাদের পরীক্ষা দরকার মনে করেন বা করোনা সন্দেহ থাকে তবেই পরীক্ষা করা হবে।
    মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি অমিতকুমার দাঁ বলেন, ‘করোনা টেস্টের জন্য আমরা প্রস্তুত। পরীক্ষার কিট পেয়ে গিয়েছি। বুধবার থেকে শুরু হবে টেস্ট। মালদা মেডিকেলে গৌড়বঙ্গের তিন জেলার রোগীদের টেস্ট হবে। আমরা অল্প সময়ের মধ্যে পরীক্ষার রিপোর্ট জানতে পারব।