মালদায় দৃষ্টিহীন ছাত্র ছাত্রীদের শিক্ষা সহায়ক সরঞ্জাম প্রদান করল প্রতিবন্ধী সংগঠন স্পার্ক

নিজস্ব সংবাদদাতা, মালদা
মালদা জেলার অন্ধ ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষামূলক কর্মশালা , সংবর্ধনা প্রদান ও সংস্কৃতি অনুষ্ঠানে আয়োজন করে প্রতিবন্ধী সংগঠন স্পার্ক। বেলা এগারোটা নাগাদ মালদা টাউন হলে উত্তর মালদার সংসদ সদস্য খগেন মর্মূর প্রদীপ উজ্জলের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয় । উদ্বোধনী ভাষণে খগেন মূর্ম বলেন “প্রতিবন্ধীদের সামাজের মূল স্রোতে নিয়ে আসতে সকাল সবলম্বীদের এগিয়ে আসতে হবে” , তিনি স্টার্কের এই ধরনের উদ্যোগের জন্য সাধুবাদ জানান। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমীর প্রিন্সিপাল শ্রী বিশ্বজিৎ ঘোষ তিনি প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের শিক্ষা পদ্ধতি ও আইনি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন ।

    সংগঠনের কর্মকর্তারা জানান অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ১৫০ জন্য অন্ধ ছাত্র ছাত্রীদের নগদ এক হাজার টাকা, শিক্ষা সহায়ক পেনড্রাইভ,মোমেন্টো,সার্টিফিকেট উপহার হিসেবে প্রদান করা হয় ।

    প্রশঙ্গ উল্লেখ্য স্পার্ক ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিবন্ধীদের জন্য আইনি সহায়তা, শিক্ষার উপকরণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্কলারশিপ ফর্ম পূরণ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার জন্য উপযুক্ত প্রতিস্ঠানের খোঁজ করানো প্রভৃতি কাজ করে থাকে।