একমাত্র বাংলাতেই জয় শ্রী রাম স্লোগান দিতে দেওয়া হয় না- যোগী আদিত্যনাথ

নতুন গতি ওয়েব ডেস্ক:

    একমাত্র বাংলাতেই জয় শ্রী রাম স্লোগান দিতে দেওয়া হয় না- যোগী আদিত্যনাথ প্রচারে মঙ্গলবার মালদার বুকে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিলেন হুঁশিয়ারি। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বললেন, “বাংলায় রামদ্রোহীদের কোনও জায়গা নেই।” তাঁর আরও কটাক্ষ, ‘বাংলায় হিংসার ভূমি হয়ে উঠছে।’ মালদহের গাজোল কলেজ মাঠে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিলেন তিনি। ভোটের মুখে রাজ্যে সভা করতে উপস্থিত হচ্ছেন বিজেপির একের পর এক হেভিওয়েট নেতা। বিজেপির ভোট প্রচারে মঙ্গলবার মালদহে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মালদহের গাজোল কলেজ মাঠে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কারের সুরে বলেন, “বিজেপি ক্ষমতায় এলে ২৪ ঘন্টার মধ্যে অবৈধ গো হত্যা বন্ধ হয়ে যাবে। অবৈধ গো হত্যা ও গরু চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।” এর মাধ্যমে তিনি রাজ্যের গরু পাচারের ঘটনা নিয়েই রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিলেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।এদিন কার সভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ জেলা ও রাজ্য নেতৃত্ব।