মালদা শহরের প্রাণ কেন্দ্রে মধুচক্রের হদিস পেল ইংরেজবাজার থানার পুলিশ

নিজস্ব সংবাদদাতা,  মালদা  : মালদা শহরের প্রাণ কেন্দ্র রথবাড়ি এলাকায় একটি বেসরকারি হোটেলে হানা দিয়ে মধুচক্রের হদিস পেলো ইংরেজবাজার থানার পুলিশ।ঘটনায় ১৩ জন মহিলা এবং চারজন পুরুষকে গ্রেফতার করা হয়। এরা সকলেই দেহ ব্যবসায় যুক্ত বলে অভিযোগ পুলিশের। শহরের রথবাড়ি এলাকায় দিন দিন মদ, সাট্টা, লোটো এবং দেহ ব্যবসার কেন্দ্র জমিয়ে উঠেছে। বেশ কিছুদিন আগে আগে এখান থেকে পুলিশ ২০ জন সাট্টার কারবারিকে গ্রেফতার করে।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই মধুচক্রের হদিস মিলল। ধৃত ১৭ জনকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।