মামার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে তলিয়ে গেল সাগরদিঘীর কিশোরী

রহমতুল্লাহ, সাগরদিঘী : আনন্দের উদ্দেশ্যে মামার বাড়ি বেড়াতে এসে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ভাগীরথী নদীতে তলিয়ে গিয়ে প্রাণ হারাল ১০ বছর বয়সী এক কিশোরী শিল্পী খাতুন।

    বুধবার সাগরদিঘীর কাবিলপুর অঞ্চলের তেঘরীপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পী কাবিলপুর থেকে তেঘরীপাড়ায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। স্নানের উদ্দেশ্যে সে নদীতে নামলে হঠাৎই জলে ডুবে যায়। অসাবধানতার কারণে মুহূর্তের মধ্যেই স্রোতের টানে তলিয়ে যায় সে।

    দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েছে কিশোরীর পরিবারসহ স্থানীয় বাসিন্দারা।

    ঘটনার পরপরই স্থানীয় মানুষজন জাল ও নৌকা নিয়ে দেহ উদ্ধারে তৎপর হন। খবর দেওয়া হয় সাগরদিঘী থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং ডুবুরি দলকেও খবর দেওয়া হয়।

    সাগরদিঘী থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং কিশোরীর দেহ উদ্ধারের জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
    এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।