|
---|
নন্দীগ্রামে “আক্রান্ত” মমতা!
আমতা থানার সামনে বিক্ষোভ-সমাবেশ তৃণমূল কংগ্রেসের
অভিজিৎ হাজরা, হাওড়া : নন্দীগ্ৰামে “আক্রান্ত” মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীকে চার-পাঁচজন ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বুধবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কর্মী-সমর্থকরা। আজ উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন শ্রমমন্ত্রী ডাক্তার নির্মল মাজি-র নেতৃত্বে আমতা থানার সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হল। বিক্ষোভ-সমাবেশে বক্তব্য রাখেন ডাক্তার নির্মল মাজি , আমতা ১ পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য সুশান্ত সাহা,আমতা ১ পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সভাপতি তপন চক্রবর্তী।