|
---|
ট্যুইট করে রাজ্য সরকারকে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সবরকম সহোযোগিতা করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল
নতুন গতি ওয়েব ডেস্ক:
করোনা আবহেও কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ফের সক্রিয় হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি মঙ্গলবার সকালে তিনি ট্যুইট করে রাজ্য সরকারকে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সবরকম সহোযোগিতা করার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে লকডাউন পুরোপুরি মানা হচ্ছে কিনা ও করোনা মোকাবিলায় রাজ্যের প্রস্তুতি ও উদ্যোগ সরজমিনে খতিয়ে দেখতে দুটি কেন্দ্রীয় প্রতিনিধি দল কলকাতায় এসেছে। রাজ্য সরকারের অভিযোগ, তাঁদের না জানিয়েই এই দুটি দলকে পাঠানো হয়েছে। এবং তাঁরা ‘প্রোটোকল’ মেনে রাজ্যের সাহায্য না নিয়েই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। পুরো বিষয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় চিঠিও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এই পরিস্থিতিতে ফের আসরে নামলেন রাজ্যপাল।
তিনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিলেন, কেন্দ্রের সঙ্গে মিলেমিশে কাজ করুন। তিনি ট্যুইটে লিখেছেন, ‘করোনা ভাইরাসকে রুখতে আমি সকলকেই সরকারের পাশে থাকতে বলব। সাধারণ মানুষকে বাঁচাতে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ কেন্দ্রীয় দলকে সহযোগিতা করুন। করোনা মোকাবিলায় রাজ্য এবং কেন্দ্রের মিলেমিশে কাজ করা একান্ত প্রয়োজন’। একইসঙ্গে রাজ্য-কেন্দ্র সমতা ঠিক রাখতেও পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। যদিও এর আগেও বহুবার রাজ্যের সঙ্গে সংঘাতে গিয়েছেন রাজ্যপাল। এই করোনা পরিস্থিতিতেও যার বিরাম নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দিন কয়েক আগেই রেশন দুর্নীতি ও রাজ্যে বিজেপির সাংসদদের ত্রাণবিলি আটকানো নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার রাজ্য-কেন্দ্র সংঘাতের মধ্যেও রাজ্যপালের ট্যুইট উত্তাপের পারদ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন রাজ্যবাসী।