বাংলায় ৮ দফা ভোট নিয়ে চরম ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়

মহঃ মফিজুর রহমান, নতুন গতি ওয়েব ডেস্ক: আজ পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তামিলনাড়ু, অসম ও কেরালে ১ দফায় এবং পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলায় ৮ দফায় ভোট গ্রহণের ঘোষণায় চরম ক্ষুব্ধও তিনি। ২৩৪ টি আসন বিশিষ্ট বিহারে যদি ৩ দফায় ভোট হয় তাহলে পশ্চিমবঙ্গে ২৯৪ টি আসনে ৮ দফায় ভোট কেন ?

    প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে কি বিশেষ কাউকে সুবিধা পাইয়ে দিতে এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, সেই প্রশ্নও তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এর পিছনে কেন্দ্রের মোদী সরকারের ইন্ধন আছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাংলায় ৮ দফা ভোটকে বেনজির বলে মনে করছেন তথ্যভিজ্ঞ মহলের একাংশ। তাদের মতে, একই সঙ্গে ভোট ঘোষণা করা হল সেখানে তামিলনাড়ু, অসম, কেরলের ক্ষেত্রে মাত্র ১ দফায় ভোট অথচ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ৮ দফায় ভোট! বাংলায় বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের এমন বেনজির সিদ্ধান্ত ইতিপূর্বে দেখা গিয়েছে কি না তা মনে করতে পারছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় অংশ।