ধূপগুড়ি উপনির্বাচনে সাফল্যের জন্য ভোটারদের ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ধূপগুড়ি উপনির্বাচনে সাফল্যের জন্য ভোটারদের ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ধূপগুড়িবাসীকে ধন্যবাদ। চাবাগান, রাজবংশী সকলকে ধন্যবাদ। ওদের নেতা-মন্ত্রীরা একমাস ধরে পড়েছিল। একটা হোটেলও ফাঁকা ছিল না। আমি মনে করি উত্তরবঙ্গে এটা বড় জয়। বাংলার জয়। গতকালই ‘বাংলা দিবস’ প্রস্তাব পাশ হয়েছে। বাংলার মাটি, বাংলার জলের জয়। এভাবেই আস্তে আস্তে মানুষ সিদ্ধান্ত নিক এটাই চাই। এটা ঐতিহাসিক নির্বাচন।” এরপর গন্তব্যে দিকে এগোচ্ছিলেন মমতা। সাংবাদিকরা তাঁকে ভিকট্রি সাইন দেখানোর অনুরোধ করেন। তাতে রাজি হননি মমতা। বলেন, “আগামীর জন্য তোলা থাক।”