বহরমপুরে সুস্থ মনোরোগীদের পুনর্বাসনের জন্য নির্মিত আবাস প্রত্যয় এর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিভাগ এবং সমাজকল্যাণ দপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় মুর্শিদাবাদের বহরমপুরে সুস্থ মনোরোগীদের পুনর্বাসনের জন্য নির্মিত আবাস প্রত্যয় এর বৃহস্পতিবার খড়্গপুরের বিদ্যাসাগর শিল্প তালুক থেকে ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এখানে ৬২ জন পুরুষ ও ৪৮ জন মহিলা আবাসিকদের জন্য পৃথক থাকার ব্যবস্থা রয়েছে।যে সকল সুস্থ মন রোগীদের বাড়ি পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি তাদের পুনর্বাসনের জন্য নির্মিত এই আবাস গুলি বলে জানা গেছে। পাশাপাশি এখান থেকে তারা বিভিন্ন কারিগরি শিক্ষালাভের মাধ্যমে আত্মনির্ভর হতে পারবেন। এছাড়াও এদিন খড়গপুরের বিদ্যাসাগর শিল্প তালুক থেকে ভার্চুয়ালি পশ্চিম মেদিনীপুরের দুটি প্রকল্প, পুরুলিয়ার আটটি প্রকল্প, বাঁকুড়ার সাতটি প্রকল্প, ঝাড়গ্রামের দুটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ঝাড়গ্রামের আরো ছটি প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী।তার মধ্যে যেমন রয়েছে, পর্যটন দপ্তরের রূপায়িত ২৪৫.৮৬ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম মেদিনীপুরের গনগনি পর্যটন স্থলের উদ্বোধন। তিনি উদ্বোধন করেন গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের ২৪১.০০ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা গ্রন্থাগার, আধিকারিকদের নতুন প্রশাসনিক ভবন।শিক্ষা দফতরের ২ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে পুরুলিয়ার বাঘমুন্ডি গার্লস হাই স্কুলের ছাত্রী নিবাস নির্মাণ, বান্দোয়ান গার্লস হাইস্কুলের ছাত্রী দিবস নির্মাণ, জয়পুর গার্লস হাইস্কুলের ছাত্রী নিবাস নির্মাণ, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের ২ কোটি টাকা ব্যয় রঘুনাথপুর ১ নং ব্লকে রঘুনাথপুর স্টেডিয়াম, দু কোটি টাকা দেয় বাঘমুন্ডি স্টেডিয়াম, দু কোটি টাকা ব্যয়ে আড়ষা স্টেডিয়াম, ২ কোটি টাকা ব্যয়ে পুরুলিয়া ১ নং ব্লকের তুরকু স্টেডিয়াম, ২ কোটি টাকা ব্যয়ে আছিপুর স্টেডিয়াম। এছাড়াও রয়েছে বাঁকুড়ার বিভিন্ন ব্লকে মাছ চাষের জন্য পুকুর খনন, ঝাড়গ্রামের বিনপুর, জাম্বনি, ঝাড়গ্রাম, নয়াগ্রামে নতুন পাকা রাস্তা নির্মাণ।