স্বাস্থ্যসাথী নিয়ে করার হুঁশিয়ারি মমতার

নতুন গতি, মেদিনীপুর: মঙ্গলবার তিন দিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিনে মেদিনীপুর শহরে প্রদ্যোৎ স্মৃতি সদনে প্রশাসনিক সভা করেন তিনি। স্বাস্থ্যসাথী নিয়ে কড়া হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, স্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর দায়ের হবে থানায়। বাতিল হবে হাসপাতালের লাইসেন্সও। হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

    সেখানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি জানান, কোনও হাসপাতাল কার্ড গ্রহণ করতে অস্বীকার করলে যেন থানায় গিয়ে অভিযোগ করা হয়। এর পর সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসার বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানাবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে স্বাস্থ্য দফতর। দরকারে তিনি নিজেও এ ব্যাপারে কড়া পদক্ষেপ করবেন বলে জানান মমতা।