|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: সামনে ২০২১ এ বিধানসভা ভাট, এর মধ্যেই রাজ্য রাজনীতি খুব গরম হয়ে উঠছে। দিল্লিতে রাজিব সহ বিজেপিতে যোগ দিলেন। ডুমুরজলার সভায় ভার্চুয়ালি যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বললেন, মমতা ব্যানার্জির দেখা উচিত, যে এত জন তৃণমূল ছেড়ে কেন বিজেপি–তে যোগ দিচ্ছেন। কারণ তিনি রাজ্যের মানুষের মন বুঝতে ব্যর্থ। ভোট আসতে আসতে মমতা একা হয়ে যাবেন।
বিজেপি বারবার দাবি করেছে, বাংলায় ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২০০টিতে জয়ী হবে তারা। অন্য দিনের মতো শাহর নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কটাক্ষ, ‘ভাইপোকে মুখ্যমন্ত্রী করা ছাড়া তৃণমূলের কোনও লক্ষ্য নেই।