উন্নয়নে নিরিখে ফের মুখ্যমন্ত্রী হবেন মমতাই, দাবি শিউলি সাহার

 

    সেখ মহম্মদ ইমরান, কেশপুর:কেশপুরবাসীর আশীর্বাদ মাথায় নিয়ে কেশপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি শাহা তাঁর নির্বাচনী প্রচারে নেমে পড়লেন। রবিবার বিকেলে কেশপুর অডিটোরিয়াম হলে কেশপুর ব্লকের বিভিন্ন শাখা সংগঠন, যুব নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, বুথ সভাপতি, সোশ্যাল মিডিয়া কর্মীদের নিয়ে নির্বাচনী স্ট্রাজেডি তৈরি করেন। যাবতীয় ক্ষোভ-বিক্ষোভ ভুলে দলীয় কর্মীদের ঐক্যব্ধ হয়ে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল প্রার্থী। দলীয় কর্মীদের উদ্দেশ্যে শিউলির বার্তা, একুশের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার নির্বাচন, এই নির্বাচন নিজেদের অধিকার বুঝে নেওয়ার নির্বাচন। এই নির্বাচনে পরাজিত হলে বাংলায় সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। ক্ষতির সম্মুখীন হবেন বাংলার প্রতিটি মানুষ। তাই এই নির্বাচনে যাবতীয় দ্বন্দ্ব ভুলে সকলকে ঐক্যব্ধভাবে নির্বাচনী প্রচারে নামতে হবে। তবেই সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা সম্ভব হবে। নির্বাচনের আগে অনেক বহিরাগত শক্তি রাতের অন্ধকারে এলাকায় অশান্তি পাকাতে আসবে। এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। কোনো বহিরাগত শক্তির কাছে আমাদের মাথা নত করা চলবে না। তিনি এদিন বিজেপির প্রার্থী ঘোষণা কে নিয়েও তীব্র সমালোচনা করে বলেছেন বিজেপি পার্টি তাদের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন সেখানে শুধু হিন্দি আর ইংরেজি,

    বাংলার নামগন্ধ নেই। কেশপুরে বিজেপি প্রার্থী নিয়েও তিনি আক্রমণ শানিয়েছেন। তার জন্মস্থান কেশপুর হলেও তিনি দীর্ঘ কুড়ি বছরেরও বেশি কেশপুরে নেই। তাঁকে কেশপুরের মাটি থেকে কেশপুর বাসী ছুঁড়ে ফেলে দেবেন বলেও তিনি বলেন। তৃণমূল প্রার্থী শিউলি সাহা বলেন, গত পাঁচ বছরে তিনি গ্রামে গ্রামে যে উন্নয়ন ঘটিয়েছেন , মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করেছেন , তাতে করে তিনি লক্ষাধিক ভোটে আবার জয়লাভ করবেন। আর সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিপুল পরিমাণ মানুষের আশীর্বাদ নিয়ে নীলবাড়ীর দখল নেবে। যারা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি কালচার বোঝে না তারা সোনার বাংলা গড়তে পারবে না বলে শিউলির দাবী। এদিন অডিটোরিয়াম হল থেকে দলীয় কর্মীদেরকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার এক গুচ্ছ টিপস দেন। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারের যাবতীয় উন্নয়ন বাড়ি বাড়ি হ্যান্ডবিল, লিফলেটের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর সিপিএমের শতরুপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় শিউলি সাহা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে প্রচার চালায়। যদিও তৃণমূলের তরফ থেকে এটি ভুয়ো খবর বলে দাবি করা হয়। এই বিষয়ে শিউলি সাহা সিপিএম নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।