মামুন ন্যাশনাল স্কুলের অনুষ্ঠানে দেশ গঠনের বার্তা

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার মেমারিতে বঙ্গ বিশ্রুত শিক্ষা প্রতিষ্ঠান মামুন ন্যাশনাল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কৃষ্টি প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে কৃতি ছাত্র ছাত্রী দের সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, যে সব ছাত্র ছাত্রী দের সংবর্ধনা দেওয়া হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল, মামুন ন্যাশনাল স্কুলের প্রাক্তন কৃতি ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের অঙ্কে ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডালিস্ট হাফেজ সিরাজুল হক, মাধ্যমিকের হাফেজ মুন্সি ইসমাইল আহমেদ (৭২০/৯০%)উচ্চ মাধ্যমিকের আশিক ইকবাল লস্কর(৪৬০/৯২.৪%),নাজিয়া ইয়াসমিন (৪৬২/৯২.৪%), জেসমিন খাতুন (৪৬৫/৯৩%), সংবর্ধনা প্রদান করা হয় প্রাক্তন ছাত্র কলকাতা মেডিক্যাল কলেজের (৫৮ র‌্যাঙ্ক প্রাপ্ত) জাভেদ আক্তার কে। এখানে উল্লেখ করা প্রয়োজন, মামূন ন্যাশনাল স্কুলের গার্লস ক্যাম্পাস রয়েছে পানাগড়ের শ্যামসুন্দর পুরে। সংবর্ধনা দেওয়া হয় শিক্ষারত্ন পুরষ্কার প্রাপ্ত, মেমারি হাই মাদ্রাসা প্রধান শিক্ষক মোহাম্মদ তোরাব আলি ও বিশিষ্ট ফিল্ম নির্মাতা মুজিবর রহমান কে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ঐতিহাসিক গোলাম আহমাদ মোর্তজা, উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত এবং ক্বারি সামসুদ্দিন আহমাদ, ক্বারি মুফতি তালেবুল্লাহ ক্বাসেমি, ধর্ম দাশ, জামালুদ্দিন মল্লিক, আব্দুল কালাম, আব্দুল বারি, অনির্বাণ দে, ইলিয়াস আলি সেখ, ড:হাজিবুদ্দিন ক্বাসেমি, সানাউল্লাহ্ মণ্ডল, প্রমুখ শিক্ষাবিদ গণ।

    উপস্থিত ছিলেন সমাজসেবী পীযূষ বিশ্বাস, সবুর উদ্দিন আহমেদ সহ বহু বিশিষ্ট ব্যক্তি বর্গ। অনুষ্ঠানে ওরিয়েন্টাল মিডিয়া বিদ্রোহী কবির ওপর নজরুল :জীবন ও পরিক্রমা নামেএকটি তথ্যচিত্র প্রদর্শন করে। বলাবাহুল্য, কবির ওপর বহু তথ্য চিত্র হয়েছে কিন্তু গবেষক মুজিবর রহমান একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে তাকে মহিমান্বিত করে তুলেছেন। সভার সভাপতি বক্তা সম্রাট গোলাম আহমাদ মোর্তজা বলেন, দেশের সাম্প্রদায়িক অস্থিরতা দূর করতে মানুষের কাছে আরও বেশি বেশি করে সত্য ইতিহাস পৌঁছে দিতে হবে। তিনি বলেন, এই অবস্থা থেকে মুক্তির জন্য এটাই হচ্ছে প্রথম পদক্ষেপ। তিনি দেশ গঠনে ছাত্র ছাত্রী দের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। ছাত্র ছাত্রী দের দেশ ছেড়ে চলে না গিয়ে দেশের সেবা করার আহ্বান জানান উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্ত।ভিড়ে ঠাঁসা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ভাবে সঞ্চালনা করেন মামুন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী মুহ. ইয়াসিন৷