|
---|
নিজস্ব সংবাদদাতা : ১৩অক্টোবর, রবিবার, মামুন ন্যাশনাল স্কুলের বয়েজ কম্পাসে ছাত্রছাত্রীদের ২০২০তে ভর্তি পরীক্ষার নজর কাড়ার মত অ্যাডমিশন টেস্টে হয়। বিভিন্ন জেলা থেকে অশাঅনুরূপ ছাত্রছাত্রী পরীক্ষায় বসে। ক্লাস ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ছাত্র ও ছাত্রী মোট পরীক্ষায় বসেন ৩৫৯ জন। ছাত্র পরীক্ষায় বসেন ১৯৩জন। ছাত্রী পরীক্ষায় বসেন ১৬৬জন।অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় উপস্থিত ছিলেন মামূন স্কুলের প্রতিষ্ঠাতা গোলাম আহমেদ মোর্তজা, সম্পাদক কাজী মহ. ইয়াসীন, প্রধান শিক্ষক সানাউল্লাহ মণ্ডল ও স্কুল শিক্ষকরা ছিলেন। এই মিশন ক্যাম্পাসে অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় অভিভাবক ও অভিভাবিকাতে ভরে গিয়েছিল।