|
---|
নিজস্ব সংবাদদাতা : হুগলি জেলার পাণ্ডুয়াতে মামূন ন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে নলেজ এন্ড স্কিল এক্সিবিশন’ শো অনুষ্ঠিত হল সম্প্রতি। বিশিষ্ট লেখক ও গবেষক মরহুম গোলাম আহমাদ মোর্তজা সাহেব প্রতিষ্ঠিত মামূন ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়ামে ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে বিভন্ন ধরেনর আর্টের প্রদর্শন করে। এই প্রদর্শনীতে অভিভাবক-অভিভাবিকরা তাঁদের বাচ্চাদের বিভন্ন প্ৰদৰ্শনী দেখে অভিভূত হন এবং এই বিষয়ে তাঁরা এখানকার শিক্ষক-শিক্ষাকাদের ভূয়সী প্রশংসা করেন। এই প্ৰদৰ্শনীতে অভিভাকবক-অভিভাবিকা ছাড়াও এলাকার বিশিষ্টরা এই প্ৰদর্শনী উপভোগ করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, মমূন ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম শাখায় ২০২৪ সালে পঞ্চম শ্রেণি থেকে ছাত্রদের জন্য আবাসিকে ভর্তি শুরু হচ্ছে।