|
---|
সংবাদদাতাঃ ২১শে অক্টোবর,রবিবার পানাগড়ে মামূন ন্যাশনাল স্কুল গার্লসে মসজিদ উদ্বোধন করেন বিশিষ্ঠ লেখক ও প্রতিষ্ঠাতা জনাব হাফেজ গোলাম আহমাদ মোর্তজা৷ বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবী সালাউদ্দিন সাহেব, মসজিদে প্রথম নামজটি পরিয়েছেন ক্বারী শামসুদ্দিন আহমাদ সাহেব৷ শতশত মানুষের সমাগম হয়, মসজিদের জন্য গ্রামবাসীর জমি দিয়েছেন ও অর্থ সাহায্য করেছেন৷