মামুন ন্যাশনাল স্কুলে কবি দিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা, ১৬ জুলাই, ২০২৪ : সাহিত্য, দর্শন এবং স্বাধীন ভারতের শিক্ষাগত দুর্গে রবীন্দ্রনাথ ও নজরুলের অমূল্য অবদানকে স্মরণ করবার প্রয়াসে মামুন ন্যাশনাল স্কুলে সাড়ম্বরে পালিত হল কবি দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল্লা মন্ডল, জামালউদ্দিন মোল্লা, কামাল হোসেন মন্ডল, নুরুল ইসলাম, সেখ আসিফুর রহমান, সব্যসাচী চট্টোপাধ্যায়, আব্দুর রসিদ, জাহাঙ্গীর সেখ, সরিফুল ইসলাম, সেখ কুতুবুদ্দিন সেখ, আসলাম সেখ, কাজী মঈনুল ইসলাম, তৌফিক আহামেদ, ইয়াকুব খান এবং বিদ্যালয়ের প্রমুখ। বিশিষ্ট ইতিহাসবিদ ও স্বনামধন্য বক্তা মরহুম গোলাম আহমেদ মোর্তাজা (রহঃ) প্রতিষ্ঠিত এই স্কুলে প্রায় ছয় শতাধিক ছাত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সানাউল্লা মন্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সায়ন সেখ ও সৈয়দ আরজাউল হোসেন। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সব্যসাচী চট্টোপাধ্যায় এবং কামাল হোসেন মন্ডল।

    পবিত্র কেরাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া কবিতা আবৃত্তি, রবীন্দ্র ও নজরুল গীতি পরিবেশন, গজল পাঠ, অঙ্কন প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা, বাংলা সাহিত্যের অন্যতম দুই শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম সম্পর্কে নানা আলেখ্য, বাংলা সাহিত্য ও সমাজে তাঁদের অবদান সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল্লা মন্ডল রাবীন্দ্রিক জীবনাদর্শ ও কাব্য প্রতিভা এবং নজরুলের বিদ্রোহী সত্তার জাগরণ বিষয়ে অসামান্য বক্তব্য তুলে ধরেন।

    অনুষ্ঠানে রবীন্দ্র স্মৃতিকে স্মরণে রেখে দশম শ্রেণির ছাত্র সেখ শাহাজামাল ” আমারপরাণ যাহা চায় ” এবং একাদশ শ্রেণির ছাত্র শাহনাওয়াজ জুনাইদ করিম “ফাগুন হাওয়ায়” নামক সংগীত পাঠের মধ্য দিয়ে উপস্থিত সকল ছাত্রদের বিমোহিত করে। এছাড়া নজরুলের বিদ্রোহী” কবিতা আবৃত্তি করে নবম শ্রেণির ছাত্র সেখ সামিউল মল্লিক। পরিশেষে বিদ্যালয়ে আগত একাদশ শ্রেণির নবীন ছাত্রদের বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।