|
---|
সংবাদদাতাঃ ২৩ অক্টোবর,মঙ্গলবার মামূন ন্যাশনাল স্কুলের বয়েজ শাখা মেমারিতে বার্ষিক অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। কেরাত পাঠের মধ্যে দিয়ে সভা শুরু হয়। এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গোলাম আহমাদ মোর্তজা। তিনি তার বক্তব্যে বলেন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং মানুষের কল্যাণের জন্য আমরন কাজ করে যেতে হবে। পাশাপাশি তিনি মুসলমানদের পিছিয়ে পড়ার ঐতিহাসিক কারণ ব্যাখ্যা করেণ। আদর্শবাণ মানুষ হওয়ার উপর তিনি জোর দেন। প্রধান শিক্ষক মহাশয় মহঃ সানাউল্লাহ মণ্ডল ২০১৮ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের চমকপ্রদ ফলাফল ও বিদ্যালয়ের পঠন-পাঠনের চিত্র তুলে ধরেন। বিদ্যালয়ের আগামী দিনের ভাবনা , পঠন-পাঠন,উন্নয়ন, সমস্যা ও তার সমাধান ইত্যাকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিদ্যালয়ের সম্পাদক কাজী মহঃ ইয়াসিন।