বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে মমতাজ সংঘ মিতার সমর্থনে জনসভা

রাহুল রায়, পূর্ব বর্ধমান: রবিবার পূর্ব বর্ধমানের রায়ান গ্রামে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে মমতাজ সংঘ মিতার সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হয়। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী মমতাজ সং ঘ মিতা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিধায়ক নিশির মালিক , বর্ধমান জেলা পরিষদের সহ-সভাপতি দেবু টুডু, বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকলি তা ,যুব নেতা মানস ভট্টাচার্য, জেলা পরিষদের সদস্য গার্গী নাহা, তৃণমূল কংগ্রেস সাপোটার্স সোশ্যাল মিডিয়া Active5 এর পূর্ব বর্ধমান সভাপতি সুখেন্দু কোনার প্রমুখ।সকলেই আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান । এইসব আর মহিলাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো।