|
---|
মোঃ নাওয়াজ শরীফ, সুজাপুর: আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারে মালদায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৮ এপ্রিল তিনি মালদা জেলায় দুটি সভা করবেন।
১৮ এপ্রিল প্রথম জনসভাটি দুপুর একটায় সামসি কলেজ মাঠে করবেন, উত্তর মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মৌসম নুরের সমর্থনে। বিকেল তিনটে সুজাপুরে দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী ডঃ মোয়াজ্জেম হোসেনের সমর্থনে সুজাপুর হাতিমারি মাঠে সভা করবেন বলে তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্র থেকে জানা গিয়েছে। আরো জানা যায় মুখ্যমন্ত্রী মালদার জনসভা এখনো পর্যন্ত শতকরা ১০০ ভাগ নিশ্চিত। এ প্রসঙ্গে বলা যেতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় মালদা দুটি আসনে জয়ের ব্যাপারে নিশ্চিত। বিশেষ করে দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী ডঃ মোয়াজ্জেম হোসেন এর জয় নিয়ে তিনি প্রচন্ড আশাবাদী। অর্থাৎ দক্ষিণ মালদা কেন্দ্রে হোসেনকে এবার সংসদ নির্বাচিত করার লক্ষ্যে আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতেই দক্ষিণ মালদার কেন্দ্র থেকে এবার ডঃ মোয়াজ্জেম হোসেন এর জয়ের সম্ভাবনা দেখছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।