মামুদপুরে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

আয়ুব আলি : আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ‘দিশিতা’ -র আয়োজনে ও মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উদ্দোগে বিনামুল্যে স্বাস্থ্য সেবা শিবির অনুষ্ঠিত হল বারাকপুর ১ কৃষক বাজার এ ৭ ই মার্চ ২০২৫। এদিনের স্বাস্থ্য শিবিরে চক্ষু পরীক্ষা,ই সি জি ব্লাড সুগার পরীক্ষা,শিশু রোগ বিশেষজ্ঞ, বার্ধক্য রোগ বিশেষজ্ঞ, দন্ত পরিক্ষা প্রভৃতি স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এই স্বাস্থ্য শিবির উপলক্ষে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, বারাকপুর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ বলরাম সাঁতরা, মামুদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের শিবিরে ১২৫ জন চোখ পরিক্ষা করেন এবং চশমা প্রদান করা হবে নির্দিষ্ট দিনে মামুদপুর গ্রাম পঞ্চায়েত অফিস থেকে।