|
---|
মহ:নাজিম আক্তার: হরিশ্চন্দ্রপুর,২৯ অক্টোবর: কালির মেলে দেখে বাড়ি ফেরার পথে অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা ৫ টা নাগাদ কুশিদা গামী জাতীয় সড়কে। নাম আনসারুল হক(২২)। সে পেশায় একজন শ্রমিক। বাড়ি হরিশ্চন্দ্রপুর-1নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মারাডাঙ্গি গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়,গতকাল সোমবার ছিল কালির মেলা। বন্ধুদের সঙ্গে আনসারুল হক তুলসীহাটার কুস্তরিয়াতে মেলা দেখতে যায়।মেলে দেখে ভুটভুটিতে করে বাড়ি আসছিল।কুশিদাগামী জাতীয় সড়কে ভুটভুটি চালক অনিয়ন্ত্রিত ভাবে হটাৎ সজোরে ব্রেক টানলে ভারসাম্যহীন হয়ে আনসারুল হক গাড়ির সামনের চাকায় পড়ে যায়। চলন্ত গাড়িটি তার বুকের উপর উঠে যায়। তৎক্ষণাৎ তার সঙ্গীরা প্রাথমিক চিকিৎসার জন্য গ্রামে প্রাথমিক চিকিৎসা করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন।সেদিনই রাত ৮ টার সময় মারা যায়।তার মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।মৃত দেহটি ময়নাতদন্তের জন্য মালদা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতের পরিবার চালকের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ভুটভুটি চালক বর্তমানে পলাতক।
মৃত আনসারুল হকের বাবা সানয়ার আলি জানান, তার তিন মেয়ে দুই ছেলে সহ মোট সাত জনের অভাবের সংসার। তার পরিবারের একমাত্র উপার্জন কারি ছিল আনসারুল হক।অভাবের তাড়নায় সে মাঝে-মধ্যে ভিন্ন রাজ্যে গিয়ে শ্রমিকের কাজ করত।তার মৃত্যুতে পরিবার অচল হয়ে পরেছে।কিভাবে সাংসারের খরচ চালাবে তা নিয়ে দুশ্চিন্তায় কপালে ভাঁজ পরেছে।