|
---|
মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া:পারিবারিক অশান্তির জের, মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ভাইয়ের হাতে খুন দাদা।মৃত ব্যক্তির নাম রমজান শেখ(৬০)।মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়ার অন্তর্গত আলফা গ্রামে। স্থানীয় সূত্রের খবর,রমজান শেখের সাথে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল তার মাসতুতো ভাই জালাল হালসোনা।অভিযোগ, মাথার প্রবলেম ছিলো নিজের স্ত্রীকে মারধর করত জালাল হাল সোনা।মূলত সেই ঘটনার প্রতিবাদ করা নিজেই রমজান শেখের সাথে বিবাদ ছিল জালালের।অভিযোগ,গত কয়েকদিন আগে অশান্তির কারণে বাড়ি থেকে চলে যায় জালালের স্ত্রী।স্ত্রীর চলে যাওয়ার পিছনে রমজানের হাত রয়েছে, না হলে কেন তার স্ত্রীকে এনে দিচ্ছে না, মূলত এই সন্দেহে মঙ্গলবার ভোরে নামাজ পড়ে ফেরার পথে রমজানের মাথায় শাবল দিয়ে আঘাত করে জালাল হালসোনা।পরে স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় তাকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জালাল হালসোনা।তার সন্ধান শুরু করেছে চাপড়া থানার পুলিশ।