মোবাইল চোর সন্দেহে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল ফল ব্যবসায়ীরা

মালদা,৬ জুন: মোবাইল চোর সন্দেহে এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিল ফল ব্যবসায়ীরা। রবিবার সকালে ইংরেজবাজার নিয়ন্ত্রিত ফল বাজারে মোবাইল চোর সন্দেহে ফল ব্যবসায়ীরা ধরে ফেলে ওই যুবককে।

    ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে ফল বাজারে চুরির ঘটনা বেড়েই চলেছে। মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা।
    তাদের ধারণা একটা বড় রেকেট কাজ করছে এই ঘটনায়‌।

    এদিন সকালে চোর সন্দেহে ওই যুবককে ধরে ব্যবসায়ীরা খবর দেয় পুলিশকে। প্রায় ৩০ মিনিট পর সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে নিয়ে যায় ওই যুবককে।

    ওই যুবক নিজের নাম আনোয়ার শেখ বলে জানান। বাড়ি কালিয়াচক থানার বাখরপুর এলাকায়। যদিও তার কথায় অসঙ্গতি রয়েছে।

    এক ফল ব্যবসায়ী আমির সোহেল জানান, গত কয়েকদিন আগে অন্য কারো সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল নিয়ে কথা বলছিল এই যুবক। এরপর তার মোবাইল নিয়ে চম্পট দেয় সে। রবিবার তাকে বাজারে দেখে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন গত ১৫ দিন ধরে বাজারের বিভিন্ন প্রান্তে কিছু-না-কিছু চুরির ঘটনা ঘটেই চলেছে।

    ইংরেজবাজার নিয়ন্ত্রিত ফল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাচ্চু সাহা জানান মোবাইল সহ বিভিন্ন জিনিস চুরি যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে কয়েক দিন ধরে। এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয় নি। এদিন মোবাইল চোর সন্দেহে এক যুবককে ব্যবসায়ীরা ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের কাছে তিনি দাবি করেন চোরেদের রেকেট যেন চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।