|
---|
নিজস্ব সংবাদদাতা :আল-আমীন মিশন প্রাক্তনী দ্বারা গড়ে ওঠা সংস্থা মানবতা মূলত শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি অন্যান্য সামাজিক দায়বদ্ধতা নিয়ে গড়ে উঠেছিল।মানবতা নিঃস্বার্থভাবে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের দুঃস্থ সাধারণ নিম্নবিত্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সারাবছরই কোনো না কোনো জনকল্যাণমূলক কাজ করে চলেছে। এবার নতুন উদ্যোগ ও কর্মসূচি ছিল রাজ্যের প্রান্তিক পরীক্ষার্থীদের অনলাইন প্রাইমারি টেট- ২০২২ কোচিং ।যা টেট কোচ হাবিব সেখ এর সাথে যৌথ উদ্দোগে চলেছিল।আর তাতেই মিলল আশানুরূপ সফলতা। শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিষেবা দানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিল সেই সংস্থা। টেট কোচ হাবিব শেখ এর নেতৃত্বে পুরো বিষয়টি পরিচালিত হয়। প্রায় দুমাস ধরে চলে এই কোচিং প্রকার্যক্রম।
মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা জানান “আমরা সম্পূর্ণ বিনা খরচে Primary TET – 2022 কোচিং দিয়েছিলাম রাজ্যজুড়ে ২৪৫ জন কে । সকলের জন্যই উন্মুক্ত ছিল দ্বার । আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে Joining Link প্রচার প্রসার করেছিলাম । বহু ছাত্র ছাত্রী আগ্রহী হওয়ার জন্য দুটি WhatsApp গ্রুপ খুলতে হয়েছিল ।
মানবতার সাধারন সম্মাদক জুলফিকার আলী পিয়াদা জানান “মানবতা’র পক্ষ থেকে ২০২২ প্রাইমারি টেট পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের জানানো হয় হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন।যারা পরিশ্রম করেছেন এবং আমাদের টেট কোচিং থেকে সাহায্য ও প্রস্তুতি নিয়ে উত্তীর্ণ হলেন তাদের জানাই অভিনন্দন।পরীক্ষার্থীদের সফলতাই আমাদের সফলতা। পাশাপাশি অনলাইন টেট কোচিং এর সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক – শিক্ষিকা, সদস্য – সদস্যা ও অন্যান্য কর্মীবৃন্দ দের ধন্যবাদ জানাই,যারা পরীক্ষার্থীদের জন্য কর্মব্যস্ততার মধ্যেও মূল্যবান সময় ব্যয় করেছেন।”
তিনি আরও জানান “পরীক্ষার ফল প্রকাশের পর থেকে সফলতার অসংখ্য খবর পেয়ে ভালো লাগছে। কিন্তু সাফল্যের পাশাপাশি কিছু ব্যর্থতার খবরে হৃদয় ভারাক্রান্ত। কিছু জন বর্ডার লাইনের কাছাকাছি দাঁড়িয়ে আছেন।হয়তো,আর একটু পড়াশোনা করলে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। ভেঙে পড়ার কোনো কারণ নেই। অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য রইল আর্শীবাদ। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, কঠোর পরিশ্রম ও আন্তরিক অধ্যাবসায় সফলতার একমাত্র চাবিকাঠি ।
Failure is the pillar of success.
জীবনযুদ্ধে সার্বিক সফলতা কামনা করি।
অফ লাইন সেন্টারে এসে ক্লাস করতো ২১ জন, বাকিরা অনলাইন, Google Meet এর মাধ্যমে । পাশ করেছে ১৯৮ জন (৮০%) ।আমরা পর্যাপ্ত study material দিয়েছি PDF ফরম্যাটে। নিয়মিত MOCK TEST নিয়েছি। Doubt Clearing ক্লাসও নিয়মিত হতো । প্রতিটি সাবজেক্টের ক্লাস খুবই যত্ন সহকারে নেওয়া হতো ।
সম্পূর্ণ বিনা খরচে কোচিং দিতেন স্বনামধন্য টেট কোচ ও শিশু শিক্ষাবিদ সেখ হাবিব , সেখ মইদুল ইসলাম এবং কামাল হাসান । এবং টেকনিক্যাল সাপোর্ট দিতেন সেখ ফরিদুল রহমান ।
এই কোচিং থেকে সর্বোচ্চ মার্কস পেয়েছেন বীরভূম জেলার সুমাইয়া পারভিন । ওর প্রাপ্ত নম্বর ১২০ । ১০০ এর উপরে মার্কস পেয়েছেন মোট ৮৭ জন ।”
এই কোচিং থেকে সর্বোচ্চ মার্কস ১২০ পাওয়া সুমাইয়া পারভিনের বক্তব্য — ” আমি এই কোচিং এর সঙ্গে যুক্ত সমস্ত শিক্ষক মহাশয় এবং আধিকারিক সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । এখানের প্রতিটি ক্লাস এবং স্টাডি ম্যাটেরিয়াল খুবই গুনগত মান সম্পন্ন ছিল । বিশেষ করে হাবিব স্যারের ক্লাস অসাধারণ ছিল । আমি হাবিব স্যারের প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে করতাম । চাকরি পাওয়া না পাওয়াটা সময়ের উপর নির্ভর করছে কিন্তু আমি মনে করি স্যারদের ও মানবতার অবদান সকলের মনে গাঁথা থাকবে ।”
নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক ছাত্রের বক্তব্য “প্রাইমারি টেট ২০২২ কে সামনে রেখে অনেক কোচিং সেন্টার আরম্ভ হয়েছিল সেগুলোতে অনেক টাকা লাগতো যা আমাদের মত সাধারণ গরিব ছাত্র-ছাত্রীদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়া থেকে মানবতার এই ফ্রী কোচিং এর লিংকটা পাওয়ার পর যখন ক্লাসে জয়েন করলাম বুঝলাম এখানে অসাধারণ ক্লাস হচ্ছে। অল্প সময়ের মধ্যে শিক্ষক মহাশয়রা এবং এই মানবতা সংস্থা যে ভূমিকা পালন করেছে তাতে আমাদের মত সাধারন গরিব বহু ছাত্র-ছাত্রীর ভীষণ উপকারে লেগেছে “।
মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা আরো জানান “অতি শীঘ্রই আমরা যারা টেট পাশ করলো তাদের ইন্টারভিউর প্রস্তুতির কথা মাথায় রেখে উপযুক্ত সাপোর্ট দেওয়ার কাজ শুরু করতে চলেছি এবং আপার- প্রাইমারি টেট এর জন্য কোচিং শুরু করতে চলেছি। পাশাপশি স্কিল ডেভেলপমেন্ট এর কথা মাথায় রেখে স্পোকেন ইংলিশ এর ক্লাসও শুরু করতে চলেছি। যা সারা বাংলার দুস্থ ও সাধারণ পরিবারের ছাত্র-ছাত্রীদের উপকারে আসবে।”
তিনি জানান, “সমাজসেবার বিষয়ে যদি সমাজ সচেতন ও উদার মনস্ক মানুষজনের স্বতঃস্ফূর্ত যোগদান সম্ভব হয় তাহলে শিক্ষা ক্ষেত্রে আরো বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।” মানবতার পাশে থেকে সমাজসেবার কাজে আরও বেশি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মানবতার সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা।