|
---|
সুবিদ আলি মোল্লা, নতুন গতি : শীতের সন্ধ্যায় উষ্ণতার পরশ এনে দিল শাস্ত্রীয় সংগীতের মূর্ছনা। গত ১২ই জানুয়ারি,২০২৫ শিল্পী সমীরণ বিশ্বাস পরিচালিত দরবারী ধৈবত সংগীত শিক্ষা কেন্দ্রের উদ্যোগে গোবরডাঙ্গা টাউন হলে আসর বসেছিল শাস্ত্রীয় সঙ্গীতের । অনুষ্ঠানের সূচনা পর্বে সংগীত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা শাস্ত্রীয় সংগীত পরিবেশন করে। এরপর প্রখ্যাত নৃত্যশিল্পী চিন্ময় পাল ধামার তালের ছন্দে ছন্দে মনোমুগ্ধ নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত নৃত্যশিল্পী চিন্ময় পাল। এরপর বেহালায় চারুকেশী রাগ পরিবেশন করে শ্রোতা সাধারনের
মুগ্ধতা এনে দিলেন শিল্পী অর্পণ বোস। সব শেষ আকর্ষণ সরোদ বাদন।
শীতের সন্ধ্যায় উষ্ণতার আবেশ ছড়াতে তখন মঞ্চে কিংবদন্তি শিল্পী উস্তাদ আলী আকবর খানের এর নাতি প্রখ্যাত সরোদিয়া সিরাজ আলি খান । তবলা সঙ্গতে ইন্দ্রনীল মল্লিক। বেজে উঠলো রাগ হেমন্ত। গোবরডাঙ্গার পৌর প্রধান শংকর দত্ত মহাশয় জানালেন শাস্ত্রীয় সংগীতকে আরো বেশি গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনে শাস্ত্রীয় সঙ্গীতের গুণীজনদের এখানে নিয়ে আসা হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কমল পাইক।
শ্রোতা সাধারনের করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয় ।