|
---|
নিজস্ব সংবাদাতা, হুগলী : ২রা অক্টোবর বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে ও শুভ মহালয়ায় হুগলীর ধনেখালী ব্লকের মান্দাড়া উন্নয়ন সংঘের সেমিনার হলে অনুষ্ঠিত হলো দুস্থদের বস্ত্র বিতরণ,’ সিমপ্যাথি ‘ ( প্রথম বর্ষের) পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ,গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন আয়োজিত ‘ সিমপ্যাথির ‘ উদ্যোগে এক ঝাঁক কবি সাহিত্যিক সাংবাদিক সহ বুদ্ধিজীবী মানুষদের সমাগমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি জয়শ্রী পাল। এছাড়া সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ,বিশিষ্ট শিক্ষক ও কবি পঙ্কজ কুমার দাস,বিশিষ্ট শিক্ষাবিদ দীপঙ্কর দত্ত,বিশিষ্ট সমাজসেবী ভক্তিপদ ঘোষ,বিশিষ্ট নৃত্যশিল্পী বুবুন ঘোষাল,কবি ও শিক্ষিকা শুভ্রা ঘোষ সহ আরও অনেকে। পত্রিকার সম্পাদক প্রকাশ চন্দ্র বাগ সহ সম্মানীয় অতিথিরা আনুষ্ঠানিকভাবে পত্রিকার মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে জনপ্রিয় সংবাদিক ও কবি শেখ সিরাজ , বিশিষ্ট শিক্ষক ও কবি শশাঙ্ক দাস, বিশিষ্ট সমাজসেবী ভক্তিপদ ঘোষ সহ মোট ১৮ জন গুণীজনকে উত্তরীয়, মেমেন্টো,স্মারক সম্মান ও অন্যান্য উপহার দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের সুন্দর ও সুরেলা কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন রীনা মুখার্জী, শরন্যা লাহা, সৌমিলী মুখার্জী, সুদেষ্ণা মুখার্জী,কালীকৃষ্ণ মুখার্জী প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে শেখ সিরাজ ও অলোক চক্রবর্তী অংশ নেয়। তবলায় চন্দন চ্যাটার্জী ও কৃষ্ণেন্দু মুখার্জী দর্শক শ্রোতাদের মন ভরিয়ে দেয় । সুন্দরভাবে সঞ্চালন করেন অলোক চক্রবর্তী ও স্বর্ণালী রায়।