মন্দারমনির ইয়াসে বিপর্যস্ত মানুষের পাশে “অপরাজেয়” স্বেচ্ছাসেবী সংগঠন

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:  ঘূর্ণিঝড় ইয়াসে এবং ভরা কোটালে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালো মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “অপরাজেয়”। সোমবার সংগঠনেরও কর্মকর্তারা ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে যান মান্দারমনির সমুদ্র উপকূলবর্তী দক্ষিণ পুরুষোত্তমপুর, দাদন পাত্রবাড়,আন্দামান ও শৌলার এলাকার বিধ্বস্ত চারটি গ্রামে। ঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত অসহায় গৃহহীন শতাধিক পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে তুলে দেওয়া হয় মশারি, মাদুর, বেড কভার ও মাস্ক সহ অন্যান্য দ্রব্য। স্থানীয় বাসিন্দা চন্দ্রশেখর সামন্ত সহ স্থানীয় গ্রামবাসীরা সংগঠনের কাজে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। চন্দ্রশেখর বাবু তার বক্তব্যে বলেন, ‘বিধ্বস্ত এলাকার মানুষ জনের খাবারের সমস্যা রয়েছে ঠিকই তার পাশাপাশি দৈনন্দিন প্রয়োজনীয় আসবাব পত্র নিয়ে তাঁরা সমস্যার সম্মুখীন হচ্ছেন’। আর সেই সব কথা মাথায় রেখেই অপরাজেয় সংস্থার সদস্যরা গ্রামবাসীদের হাতে এইসব সামগ্রী তুলে দেন।

     

    সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চিত্ততোষ পৈড়া সদস্য সুশান্ত জানা, রাজকুমার রানা, প্রশান্ত মাঝি প্রমুখ। সংগঠনের অন্যতম সদস্য কাঞ্চন ঘড়া ,শ্রাবন্তী মাল, শান্তনু মাইতি ও রুহুল আমিন মল্লিকরা বলেন, ‘সংগঠনের পক্ষ থেকে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে পরবর্তী সময়ে ও আমরা এভাবেই মানুষের পাশে থাকবো’।