|
---|
স্টাফ রিপোর্টার,দক্ষিণ 24 পরগনা জেলার মন্দির বাজার ব্লক এর লক্ষীকান্তপুর প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের জেলা সভাপতি জাকির হোসেন। তিনি বলেন ইসলাম ধর্ম শান্তির ধর্ম। “লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন” যার ধর্ম তার কাছে। ধর্ম তথা পুণ্যের কাজ করতে গিয়ে অন্য কোন জাতি কষ্ট পাবে এমন শিক্ষা ইসলাম দেয় না। তাই আমাদের প্রত্যেকের কুরবানী একত্রে গোপন নির্জন জায়গায় চতুর্দিকে ঘেরা এমন জায়গায় জবেহ করা উচিত। এবং বজ্র পদার্থ গুলো মাটি খুঁড়ে মাটিচাপা দেওয়া আমাদের প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য। বিশেষ করে বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে যবেহকৃত মাংসর কোন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি কোন জায়গায় কোন অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না।
এদিনে উপস্থিত ছিলেন পি,ওয়াই এফ এর ব্লক সম্পাদক নুরুল্লাহ হালদার। তিনি বলেন আমাদের প্রত্যেকের সতর্ক থাকতে হবে যাতে কোনরকম প্ররোচনায় পা না দেওয়া হয়। প্রতিটি ধর্মেই কিছু কুলাঙ্গার থাকে থাকে তাদের থেকে সতর্ক সাবধান থাকতে হবে। এছাড়া উপস্থিত ছিলেন পি ওয়াই এফ এর অন্যতম কর্ণধার আলী হোসেন পাইক, মিজানুর রহমান গায়েন, আজিজুল হালদার, বাকিবিল্লাহ হালদার, প্রমুখ।