মানি মাফিয়া সিনেমা দিয়ে টলিউড কাঁপাতে আসছেন চিরঞ্জিত।

লুতুব আলি, ২০ মার্চ : প্রায় পাঁচ দশক ধরে বাংলা সিনেমায় অভিনয় করে টলিউডের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত দর্শকদের মন জয় করে আসছেন। তাঁর জনপ্রিয়তা আজও অমলীন।অভিনয় করার পাশা পাশি রাজনীতির সঙ্গে ও চিরঞ্জিত চক্রবর্তী অতপ্রতভাবে যুক্ত। তিনি বারাসতের তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে এসে চিরঞ্জিত চক্রবর্তী জানান : ধূসর ও মানি মাফিয়ার সিনেমার শুটিং খুব শীঘ্রই শুরু হবে। মুখ্য ভূমিকায় চিরঞ্জিত অভিনয় করবেন। দেশের অসাম্য অর্থনৈতিক ব্যবস্থাপনার যাঁতাকলে সাধারণ মানুষেরা পিষ্ট হয়ে যাচ্ছেন। অন্যদিকে মানি মাফিয়াবাজ রাজনীতির অঙ্গনে প্রবেশ করে সমস্ত কিছু এলোমেলো করে দিচ্ছে। এই সমস্ত ঘটনার প্রেক্ষাপট নিয়ে চিরঞ্জিতের মানি মাফিয়া কাহিনী তৈরি হয়েছে। সিনেমার দর্শকেরা আবার নতুন ভাবে তাঁদের প্রিয় অভিনেতা চিরঞ্জিতকে সোনালী পর্দায় দেখতে পাবেন। একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে কালার থেরাপীর চিত্র প্রদর্শনের উদ্বোধন করতে এসেছিলেন চিরঞ্জিত। সঙ্গে ছিলেন রাজারহাটের সাংসদ তাপস চ্যাটার্জী। এই চিত্র প্রদর্শনীর আয়োজক হারমনি ইন কালার ও ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন। আয়োজকদের পুরোধা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বি. শেখর ও অলক রায়। অনুষ্ঠানের প্রারম্ভে চিত্র প্রদর্শনী ও কবি অন্বেষা শীর্ষক অনুষ্ঠানটি সকলের মন জয় করে। অনুষ্ঠানে কৃষ্ণ বসু ও রবীন্দ্রনাথ রায়ের কবিতা সংকলনের মলাট উন্মোচন হয়। এই অনুষ্ঠানে একটি পোস্টারের ও উদ্বোধন হয়। আয়োজকদের তরফে বলা হয় বর্তমান সমাজ ব্যবস্থায় কালার থেরাপি মানুষের জন জীবনে অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। এই কালার থেরাপির মাধ্যমে অনেক দুরারোগ্য ব্যাধি খুব অনায়াসেই সেরে যায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি স্কাউট মাস্টার দেবাশীষ ব্যানার্জি, শল্য চিকিৎসক ডক্টর অনিল কুমারঘাটা, আসেপটি ইন্ডিয়ার সম্পাদক সুশান্ত সরকার প্রমুখ।