জামিনের আবেদন নিয়ে সুপ্রিমকোর্টে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক

দেবজিৎ মুখার্জি: এবার জামিনের আবেদন নিয়ে সুপ্রিমকোর্টে মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক। এদিন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে জামিনের আরজি জানানো হয়। সৌভিকের আইনজীবী মুকুল রোহতগি বলেন, “ইডি আমার মক্কেলকে গ্রেপ্তার করেনি, কিন্তু আদালত জেলে পাঠিয়েছে।” তাঁর প্রশ্ন, এটা কীভাবে হতে পারে? বিচারপতি বেলা ত্রিবেদী এদিন সৌভিকের বাবা ও মায়ের বর্তমান পরিস্থিতি জানতে চান। রোহতগি জানান, সৌভিকের বাবা এখনও জেলবন্দি। জামিনে মুক্ত তাঁর মা।