|
---|
বাবলু হাসান লস্কর দক্ষিণ চব্বিশ পরগনা: আইলা,বুলবুল ইয়াসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি জেলা,উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশা, মেদিনীপুর,সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় , বিভিন্নভাবে মানবিকতার নজির গড়েছেন প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রোসি হাসপাতাল মানিকতলা।
কোথাও বা শুকনো খাবার কোথাও বা রান্না করা খাবার, মেডিকেল পরিষেবা সহ একাধিক পরিষেবা তুলে দিয়েছেন। বিশেককরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার,ক্যাসার, ট্রাইসাইকেল,সহ একাধিক উপকরণ । উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার, মেদিনীপুরে চল্লিশ হাজারের অধিক মানুষের পরিষেবা দিয়েছেন। বিশেষ করে বাসন্তী গোসাবা কুলতলি ক্যানিং এ একাধিক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষের সেবা করেছেন। বাড়ি তৈরি করার সহযোগিতা করেছেন । প্রতিটি জায়গায় বিধায়ক গন তাদের এই কাজে যথেষ্ট সহযোগিতা করেছেন। আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের সর্বত্রই প্রেমানন্দ মেমোরিয়াল্ ল্যাপ্রসি হাসপাতালের কর্ণধার মাক্স মলয় আমরুজ অসহায় মানুষদের পাশে সহযোগিতা করবেন।