|
---|
ইয়ারপুর অঞ্চলের ব্যবস্থাপনায় এক কর্মী সভায় উপস্থিত জেলার মহিলা সভানেত্রী মনমহিনি বিশ্বাস
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার নির্দেশে মগরাহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত ব্লক১ ইয়ারপুর অঞ্চলের এক পার্শ্ববর্তী মাঠে “দিদির সুরক্ষাকবচ” নিয়ে এক সভার আয়োজন করল ইয়ারপুর অঞ্চলের ব্যবস্থাপনায় তৃণমূল নেতা ও কর্মীরা। এই দিন উপস্থিত ছিলেন যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহিনি বিশ্বাস,মগরাহাট ১নম্বর ব্লক তৃণমূলের কার্যকরী যুব সভাপতি নাজবুল দপ্তরী সহ অন্যান্য অঞ্চল ও ব্লক নেতৃত্ব। মূলত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। এই দিন এই সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে মহিলা সভানেত্রী মনমহিনি বিশ্বাস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী কে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করেন তিনি।