|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ১৯ নে নভেম্বর শুক্রবার বিকেল ৪টে নাগাদ মুর্শিদাবাদের মোড়গ্রাম বোখারা হাজী যুবেদ আলী বিদ্যুপীঠে মানব বন্ধন সাগরদিঘী ব্লকের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান হয়েগেল। নেহা ও স্নেহার উদ্বোধনী নৃত্য ও আয়েশা বেগম এর প্রদ্বীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার এস. আই. প্রিয়তোষ সিং রাজপূত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল এ শেখায়াত, সাগরদিঘী পঞ্চায়েত প্রধান অরূপ মন্ডল, বাড়ালা পঞ্চায়েতের সরকারি কর্মচারী সুমন শরীফ, তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সভাপতি ইফতিকার আলাম, সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, তৌহিদুল ইসলাম, আনিসুর সেখ, সন্দীপ মন্ডল,প্ৰমুখ এদিনের অনুষ্ঠানে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবীদের সংগঠন ও গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট, সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠন, বোখারা উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠন, জঙ্গিপুর স্পন্দন ফাউন্ডেশন প্ৰমুখ। এদিন মানববন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তুষার ভকত বলেন- আমরা মানব বন্ধনের মধ্যেদিয়ে বিশেষ করে মুমূর্ষ রোগীদের রক্ত দান করে থাকি সবসময়, পাশাপাশি দুঃস্থদের পাশে দাঁড়ায়, আমরা সকলেই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন সমাজসেবা মূলক কাজ করতে পারি এই কামনা করি। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চলনা করেন রাজীব মল্লিক।