|
---|
সুবিদ আলি মোল্লা,নতুন গতি : মনোত্তর চক্ষুদান আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে মসলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চ। গতকাল ১৯_০৫_২৩ রাতে বরাহনগর টবিন রোডের বাসিন্দা মাননীয়া শেফালী রক্ষিত (৯০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াতা মায়ের পাঁচ কন্যা ও এক পুত্রের উদ্যোগে তার মরণোত্তর কর্নিয়া দুটি পরিবার চিকিৎসা বিজ্ঞান এর কল্যানে চক্ষু ব্যাঙ্কে দান করলেন। পরদিন অর্থাৎ ২০-৫-২০২৩ প্রয়াত হলেন গোবর ডাঙ্গার বাসিন্দা তির্থঙ্কর ঘোষ মহাশয়(৪৯)। তিনি গোবরডাঙ্গা পৌরসভার নিকটে থাকতেন। তার অকাল প্রয়ানে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই আবেগ ঘন দুঃখের পরিবেশের মধ্যেও তার পরিবার মানব কল্যাণে তার কর্নিয়া দুটি দান করলেন চক্ষু ব্যাংকে। উদ্যোগে মসলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চ। অন্ধত্ব মোচনের জন্য কর্নিয়া সংকট কাটিয়ে উঠতে ইতোমধ্যে মসলন্দপুর বিজ্ঞান চেতনা মঞ্চের উদ্যোগে ৭২ জোড়া কর্নিয়া চক্ষু ব্যাংকে জমা পড়েছে।