|
---|
সংবাদদাতা : বন্যার করাল গ্রাসে হাওড়া হুগলী মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। নিজেদের সহায় সম্বল হারিয়ে অসহায় বন্যা বিধ্বস্ত এলাকাবাসী। এমন এক সংকট পরিস্থিতিতে মানবতা স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে বন্যা কবলিত হুগলী জেলার খানাকুল -১ ব্লকের অন্তর্গত পোল -১ অঞ্চলের পোল গ্রামে এককথায় খানাকুলের পোল গ্রামে আজ ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালিত হলো । এ শিবিরে ‘মানবতা’ সংস্থার আহ্বানে সাড়া দিয়ে যোগ দেয় বারাসাতের সমাজ কল্যাণমূলক গ্রুপ ‘নিউ লিফ’। আজ বন্যা বিপর্যয়ের ফলে খাদ্য সংকটে দিন কাটানো ১০০ মানুষের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে মুড়ি,চিড়ে,চিনি,কেক,বিস্কুট,স্যানিটারি ন্যাপকিন, সাবান জল ইত্যাদি তুলে দেয়। ‘মানবতা’ সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা ও শিক্ষক সোহেল জাভেদ ‘নিউ লিফ’ এর রিনিতা সেন,অরিন্দম দাস,সন্দীপ মন্ডল,সবুজ মৃধা। মুখ্য ভূমিকা পালন করে ওই এলাকার যুবক আরেফুল ইসলাম, তাহারত হোসেন।শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সমাজসেবী খায়রুল হাসান, শিক্ষক জাহির আব্বাস মল্লিক, মোঃ হানিফ, চিন্ময় সামন্ত, মানব রহমান, নির্মল নেমু সহ এলাকার জ্ঞানী গুনি ব্যক্তিবর্গ ।
মানবতা’র সাধারণ সম্পাদক জুলফিকার আলী পিয়াদা জানান দক্ষিণবঙ্গে এইরুপ বন্যা বহু দশক মানুষ দেখেনি।এখনো এলাকার অনেকাংশ জলমগ্ন। ক্ষতি পরিমান এক কথায় অবর্ণনীয়। মানুষ খাদ্য,বস্ত্র,জল,শিশুর দুধ এর সংঙ্কটে দিন কাটাচ্ছে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বাংলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন এবং শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এদের পাশে দাঁড়ানো একান্ত দরকার। তাই সকলকে বন্যা বিপর্যয়ের সম্মুখীন মানুষের পাশে দাঁড়ানোর তিনি আহ্বান জানান।