|
---|
সাজ্জাদ হাসান : এই রাজ্যে প্রবল বর্ষণ ও ডি ভি সি র জল ছাড়াতে বন্যা দেখা দেয় রাজ্যে র বিভিন্ন জায়গায়। সাথে প্লাবিত হয় উলুবেড়িয়া গ্রামীন এলাকা গুলো, যেমন আমতা উদয়নারায়নপুর জয়পুর, সহ হুগলি জেলার খানাকুলের বেশ কিছু অংশ, সেই বন্যা কবলিত মানুষদের পাশে রাজনৈতিক দল সহ বহু সামাজিক সংগঠন তাদের দাঁড়ায়। তাঁদের হাতে দেয়া হয় শুকনো খাবার সহ কিছু কিছু জায়গায় রান্না করা খাবারও বিতরণ করা হয়। যারা খাদ্য বস্ত্র বাসস্থানের মত মৌলিক চাহিদাগুলোর বিষয়ে সংকটের সম্মুখীন তাদের পাশে দাঁড়ায় আর এক সামাজিক সংগঠন মানবিক ওয়েলফেয়ার ট্রাস্ট। এই ট্রাস্ট পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সামাজিক কাজকর্ম করার পাশাপাশি প্রতিবছরই বন্যা ত্রাণে মানুষের পাশে দাঁড়ায়। এই ট্রাস্ট এর পক্ষ থেকে প্রায় 420 জন দুস্থ মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন, বন্যা কবলিত এলাকায় মানুষ যে কত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে সামান্য ত্রাণ সামগ্রিক কিছুই নয়, তবুও সমস্ত সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন, মানবিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর আগেও বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিয়েছেন, এই টাস্ট প্রায় 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তাদের হাতে ত্রাণ তুলে দিতে গিয়েছিলেন ট্রাস্টের ৩০ জন একনিষ্ঠ কর্মী,। ছিলেন ট্রাস্ট এর সম্পাদক সাজ্জাদ হাসান, সভাপতি আব্দুল কাদের খান, কোষাধক্ষ্য মইদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবী শেখ শাহজাহান আলী, আলহাজ্ব সৈয়দ মহামুদুর রহমান সহ অন্যরাও উপস্থিত ছিলেন।