| |
|---|
আজিজুর রহমান, গলসি : মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে পরিবারের হাতে ফিরিয়ে দিয়ে আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করল গলসি থানা। জানাতে পারা গেছে, মাসখানেক আগে, ২ ফেব্রুয়ারি, দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার দক্ষিণ শিবপুর গ্রামের সঞ্জয় ভুঁইয়া বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। মানসিক ভারসাম্যহীন ওই ব্যাক্তির পরিবারের লোকেরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
গতকাল পারাজ এলাকায় এক অচেনা ব্যক্তিকে ঘুরতে দেখেন গলসি থানার ওসি অরুন কুমার সোম। ক্ষুদার্থ থাকায় তিনি তাকে থানায় নিয়ে আসেন। ভালবেসে খাবার খাওয়ানোর পর তিনি নাম-ঠিকানা জানতে চাইলে ওই ব্যক্তি নিজেকে সঞ্জয় ভুঁইয়া বলে পরিচয় দেন এবং দক্ষিণ ২৪ পরগনার ঠিকানা উল্লেখ করেন। পরবর্তীতে গলসি থানার ওসি অরুন কুমার সোম ফ্রেজারগঞ্জ পোস্টাল থানার সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে সঞ্জয় ভুঁইয়ার ভাই বুদ্ধদেব ভুঁইয়া গলসি থানায় আসেন। এরপর দুপুর নাগাদ পুলিশ সঞ্জয় ভুঁইয়াকে তার পরিবারের হাতে তুলে দেয়।
গলসি থানার এই মানবিক উদ্যোগে পরিবারের সদস্য বুদ্ধদেব ভুঁইয়া স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


