সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল ও নবী দিবস উদযাপন করল হাওড়ার মুন্সিরহাটবাসী

ইলিয়াস মল্লিক, নতুন গতি: ভারতীয় মুসলিম সমাজ বাবারি মসজিদ রায়ে ভারতীয় মুসলিমভাবাবেগ আহত হলেও ভারতীয় সুপ্রিমকোর্টের সাংবিধানিক রায়কে মেনে নেয় সাম্প্রদায়িক সম্প্রীতি কে স্বীকৃতি দিয়ে। আর সেই ভ্রাতৃত্ব কে বজায় রাখতে বিশ্ব নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্ম দিবসকে উৎসবের ন্যায় উদযাপন করলো মুন্সিহাটবাসী। রবিবার সকালে জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি মিছিলে যোগদান করে শতশত মানুষ। এই মিছিলে মুন্সিরহাট পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষের সমাগম হয়। ঐ দিন মুন্সিহাটে চাঁদনী মোড়ে ফুরফুরা শরীফের অনাথ ফাউন্ডেশনের উদ্যোগে একটি সভা আয়োজিত হলে সেখানে উপস্থিত থাকেন এলাকার বিভিন্ন সম্মানিত ব্যক্তিত্ব বাবুল রায়, বাহাউদ্দিন সাহেব,মুজিবর মল্লিক,মোহিত সাহেব, আদিম সাহেব,অমর ঘোষ, রাখোহরি বাবু, এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট কলেজের প্রাক্তন অধ্যাপক সনৎকুমার মহাশয় ও জগৎবল্লভপুর থানার বিশিষ্ট আধিকাররা।
বিশ্ব শান্তির প্রতীক হজরত মহম্মদ এর জন্ম দিবসে তার বিভিন্ন কথাকে সামনে রেখে পথচারী মানুষ দের ফুল ও মিষ্টিমুখ করিয়ে শান্তির বাণী দেয় মুন্সিরহাটবাসি যুবকরা।