|
---|
আজিজুর রহমান, গলসি : চাষিদের ধান তোলার ট্রাক্টরের চাকার কাদামাটি উঠেছে রাস্তায়। যার জেরে মাঠ লাগোয়া গ্রামের রাস্তার উপরে পরে চাঁই হয়ে পরে আছে কাদামাটি। বৃষ্টি হলে সেই কাদামাটি কর্দমাক্ত হয়ে রাস্তাকে পিচ্ছিল করে দিত। যার জেরে মোটরসাইকেল, সাইকেল সহ বিভিন্ন যান চালকদের সমস্যার সম্মুখীন হতে হতো। আগাম সেই সমস্যা থেকে মুক্তি দিতে অভিনব উদ্দ্যোগ নিলো গলসি ১ নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামের তৃণমূল কর্মীরা। নিজেরাই কোদাল, শাবল, বেলচা, ঝাঁটা দিয়ে গ্রামের মোড় থেকে গ্রামের ভিতরে যাবার কমবেশি দুই কিমি রাস্তা পরিস্কার করলো। তাদের ওই কাজের প্রশংসা করেছেন পথচলতি মানুষ থেকে স্কুল পড়ুয়ারা। এদিকে এলাকার বহু জায়গার রাস্তা এমনকি জাতীয় সড়কে এই রকম ভাবেই পরে রয়েছে কাদামাটি। সব জায়গায় এমন উদ্যোগ নিলে ভাল হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসী মহরম মোল্লা, সুমন মন্ডল, মসদুর সেখরা জানান, চাষিদের ট্রাক্টর ও ধান কাটা মেশিন জমি থেকে রাস্তায় উঠেছে কাদামাটি। বৃষ্টি হলে যাতে বিভিন্ন ভাবে সমস্যায় পরতো এলাকার মানুষ। তৃণমূল কর্মীরা রাস্তা পরিস্কার করায় তাদের মতো বহু সাধারণ মানুষ বিপদের হাত থেকে রক্ষা পাবে। স্কুল পড়ুয়া সেখ রাজন জানাই, সে নিত্য সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত করে। রাস্তার কাদামাটি দেখে তার ভয় হচ্ছিল। তবে পারাজ গ্রাম পঞ্চায়েতের জাগুলিপাড়া গ্রামের তৃণমূল কর্মীদের এমন কাজে তার মতো বহু স্কুল পড়ুয়ারা উপকৃত হবে। এমন কাজের জন্য উদ্যোক্তাদের সে ধন্যবাদ জানিয়েছে। শিক্ষক সেখ ফিরোজ আলি কাঞ্চন বলেন, ধান তোলার জন্য বহু গ্রামের রাস্তায় এমন কাদা পরে আছে। পথ চলতি মানুষ, সাইকেল, মোটরসাইকেল চালকদের বিপদমুক্ত করতে এই উদ্দ্যোগ খুবই প্রশংসনীয়। আমরা সবাই এইরকম উদ্যোগ নিয়ে কাজ করলে খুব ভালো হয়। ১৯ নম্বর জাতীয় সড়কের গলসির আশেপাশে বেশকিছু জায়গায় এমন কাদামাটি পরে আছে। বৃষ্টি হলে সড়কে বাইক ও যান চালকরা যেকোন সময় পিচ্ছিল খেয়ে পরে যেতে পারে। তাতে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার শুভাকাঙ্ক্ষী মানুষজন, প্রশাসন বা সড়ক কতৃপক্ষের কাছে অনুরোধ তারা জাতীয় সড়কের বিষয়টি দেখে ব্যাবস্থা নিলে খুব ভালো হয়। পারাজ অঞ্চল তৃণমূল নেতা সেখ আবুবক্কর বলেন, আমাদের গ্রামের আশপাশের মাঠে ধান তোলা দুইদিন আগে শেষ হয়েছে। ধান তোলার ফলে মাঠের কাদামাটি গ্রামের রাস্তায় চলে এসেছে। আমাদের নেত্রী সবসময় মানুষের পাশে থাকতে বলেছেন। তাই গ্রামের সকল তৃণমূল কর্মীরা মিলিত হয়ে গ্রামের রাস্তাও জাগুলিপাড়া মোড়টি পরিস্কার করছি। গ্রামের স্কুলপড়ুয়া, সাধারণ মানুষ ও এলাকার মানুষকে বিপদ মুক্ত করতে আমরা ওই উদ্দ্যোগ নিয়েছি।
(রাস্তার কাদামাটি পরিস্কার করছেন তৃণমূল কর্মীরা)
ছবি : সেখ আজহার উদ্দিন