|
---|
নিজস্ব সংবাদদাতা :সিকিমে অসময়ে ধস নামায় আটকে পড়েন বহু পর্যটক।অবশেষে আটকে পড়ে যাওয়া পর্যটকদের উদ্বারে নামল সেনা।আর তাতেই হাসি ফুটল পর্যটকদের মুখে।শনিবার বিকেল থেকেই রাত পযর্ন্ত নাথুলা এবং ছাংগু থেকে শুরু হয় ভারী তুষারপাত।আটকে পড়েন একহাজার পর্যটক।ওই রাতেই পর্যটক দের উদ্বার করতে নেমে পড়ে সেনা।সেই সময় উদ্বার করা হয় সাড়ে তিনশো পর্যটককে।রাতে সেনাবাহিনীর তরফ থেকে পর্যটকদের গরম খাবার এবং জল দেওয়া হয়।সিকিমে এই অসময়ে আটকে পড়া পর্যটকদের উদ্বার করতে রাতেই হাত লাগান পর্যটকেরা।সেনাবাহিনির তরফ থেকে জানানো শনিবার রাত থেকেই সিকিমের আবহাওয়া খারাপ হতে থাকে।রাতভর হতে থাকে তুষারপাত।এর ফলে আটকে পড়েন বহু পর্যটক।সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে আটকে পড়া সবাইকেই উদ্বার করা হয়েছে এবং আপাতত পর্যটকদের আসার পাস বন্ধ রাখা হয়েছে।