ঝাড়গ্রামে মাওবাদী পোস্টার! ‘খেলা হবে’ লিখে হুঁশিয়ারি দিলো তৃণমূলকে

দেবজিৎ মুখার্জি, ঝাড়গ্রাম: ফের উদ্ধার হল মাওবাদী পোস্টার।

    শনিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া ফাঁড়ির রামকৃষ্ণ বাজার এবং সরডিহা স্টেশন সংলগ্ন একটি লিখে হুঁশিয়ারি দিল তৃণমূলকে দেওয়ালে দেখা যায়, মাওবাদীদের নামে দুটি পোস্টার পড়েছে। তাতে ‘কিষেণজি অমর রহে’ বলে উল্লেখ করে ‘খেলা হবে’ বার্তা দেওয়া। পোস্টারে লেখা – “এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে, এবার মাওবাদি খেলবে তৃণমূল নেতার সাথে।”

    যদিও পোস্টারগুলি আদৌ মাওবাদীদের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একাংশের মত, সাধারণত মাওবাদী পোস্টারের নিচে লেখা থাকে – সিপিআই (মাওবাদী)। কিন্তু এই পোস্টারে তা নেই। আবার ‘মাওবাদী’ বানানও ভুল – লেখা ‘মাওবাদি’। পুলিশের একাংশের ধারণা, ব্যক্তিগত স্বার্থের জন্য এ ধরনের পোস্টার দিয়েছে প্রাক্তন মাওবাদীরা।