|
---|
৮ ই মার্চ নারী দিবস সমস্ত নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা
সাকিব হাসান, কুলতলী: শুধুমাত্র প্রসব যন্ত্রণা সহ্য করতে পারে বলে নারীরা মহান নয়। বহুকারন এই নারীদের বাড়ির বাইরে বেরিয়ে অনেক কিছুই করতে দেওয়া হয়নি। মহিলাদের সেই কারণেই নিজেদের প্রমাণ করা বা প্রতিষ্ঠিত করার সুযোগ পেতে অনেক দেরি হয়ে গেছে।
নারীরা আজ যা করেছেন সেটা কঠিন ছিল না, কিন্তু যেটা কঠিন ছিল,সেটা নিজের জায়গা তৈরি কোরে নেওয়া। নারীরা অত্যধিক ক্ষমতাশালী তার ব্যাখ্যা পুরানো থেকে বর্তমানের বিজ্ঞানী পাওয়া যায়। আজও ধরিত্রী রক্ষাকর্তা হিসেবে ‘মা দুর্গার নাম নেওয়া হয়।
আমাদের পৃথিবী ও স্বয়ং এক নারী। নারীরা নিজের গতিতে এগিয়ে চলেছে কিন্তু এই সমাজ আজও নারী সুরক্ষার যথার্থ ব্যবস্থা নিয়ে উঠতে পারে নি। তাই আজও লড়াই করে চলেছেন আজকের নারীরা। সমস্ত নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা, যারা সমস্ত বাধা পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর একটা জায়গা করে নিয়েছেন বা করে চলেছেন।