বহিরগাছি গ্রামে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বহিরগাছি এলাকার বাসিন্দাদের মিছিল ।

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিন গ্রামের রাস্তার বেহাল দশা, রাস্তা সারাইয়ের দাবিতে শুক্রবার বিকালে উস্থি থানার উত্তর কুসুম পঞ্চায়েতের বহিরগাছি এলাকার বাসিন্দারা উস্থি বাজারে বিক্ষোভ মিছিল করে। স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে বহিরগাছি গ্রামের রাস্তার বেহাল দশা সেই সঙ্গে এলাকায় কোন উন্নয়ন মূলক কাজ হয়নি। রাস্তার বেহাল দশার জন্য পথ চলাচলের সমস্যায় হয় স্থানীয় স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বহিরগাছি গ্রামে কোন মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, রুগিকে মগরাহাট ১ নং ব্লকের বানেশ্বরপুর হাসপাতালে নিতে যেতে খুব সমস্যায় পড়তে হয়।

    রাস্তা সারাইয়ের দাবিতে দীর্ঘদিন ধরে উত্তর কুসুম পঞ্চায়েত প্রধান এবং বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়ে ও কোন কাজ হয়নি। বার বার জানিয়ে ও রাস্তা সারাই সহ বিভিন্ন কাজের দাবি নিয়ে আজ উস্থি বাজারে বিক্ষোভ মিছিল করা হলো, দ্রুত রাস্তায় সারাই না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে। এবিষয়ে উত্তর কুসুম পঞ্চায়েত প্রধান কুতুবউদ্দিন লস্কর ও মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার সঙ্গে ফোন যোগাযোগ করতে চাইলে যোগাযোগ হয়নি। বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করলে এখনও পর্যন্ত কোন উত্তর দেয়নি।