|
---|
মালদা, ২ ডিসেম্বর: ভবঘুরে অসুস্থ এক বৃদ্ধাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করলো নেতাজির পুরো মার্কেটের ব্যবসায়ীরা। যদিও পরিচয়হীন ওই বৃদ্ধাকে দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট মার্কেটের ব্যবসায়ীরা দেখভাল করে আসছিলেন । নেতাজি পুরো মার্কেট এলাকাতেই ওই বৃদ্ধাকে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে ভবঘুরে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। এর পরই তড়িঘড়ি নেতাজির পুরো মার্কেটের ব্যবসায়ীরা অ্যাম্বুলেন্সে করে তাকে মেডিকেল কলেজের চিকিৎসার জন্য ভর্তি করান।
নেতাজি পুরো মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সঞ্জয় দে জানিয়েছেন, প্রায় তিন বছর ধরে এই বৃদ্ধা এই এলাকাতেই রয়েছে। তার নাম পরিচয় সঠিক জানা যায় নি । ভবঘুরে হবার পাশাপাশি খানিকটা মানসিক ভারসাম্যহীন রয়েছে বলে আমরা জানি । তবে ওই বৃদ্ধার খাওয়া-দাওয়া এবং স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম । এদিন ওই বৃদ্ধা অসুস্থ হওয়ায় তাকে মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেছি।